ইশারা ভাষার প্রমিত ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার' এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, চাঁদপুর এর যৌথ উদ্যোগে আজ ০৭ ফেব্রুয়ারি বাংলা ইশারা ভাষা দিবস ২০২০ পালিত হয়। দিবসটি উপলক্ষে সকাল ৯:০০ ঘটিকায় সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় থেকে একটি র্যালী বের হয়ে সরকারি শিশু পরিবার চত্ত্বরে গিয়ে শেষ হয়। সকাল ৯:৩০ ঘটিকায় সরকারি শিশু পরিবার মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব এস এম জাকারিয়া মহোদয়। জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর সহকারী পরিচালক জনাব ফরিদা খানম মহোদয় এতে সভাপতিত্ব করেন। সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মনিরুল ইসলাম , শহর সমাজসেবা অফিসার এডভো, মাহমুদুল হক, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব সুমন নন্দি, সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় এর শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ এবং সুধীবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস