এক নজরে চাঁদপুর সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, বাবুরহাট, চাঁদপু্র এর সংক্ষিপ্ত বিবরণীঃ
সাধারণ তথ্যাবলীঃ
সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, বাবুরহাট, চাঁদপু্র
(ক) প্রতিষ্ঠার তারিখঃ- ১৯৬৪ সাল
(খ) জমির পরিমাণ- ৪.২২ একর
(গ) আসন সংখ্যা- ১০০ জন
(ঘ) শিক্ষার্থীদের সংখ্যা- ৭৪ জন
(ঙ) ছাত্রাবাসে আসন সংখ্যাঃ ৭৪ টি
(চ) ভর্তিকৃত শ্রেণী- ১ম- ৮ম
মাথাপিছু মাসিক বরাদ্দ - ৪০০০/- টাকা
সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের জনবলের তথ্যঃ
ক্রম |
পদের নাম |
সৃষ্ট পদ |
কর্মরত পদ |
শূন্য পদ |
১ |
প্রধান শিক্ষক (গ্রেড-৯) |
০১ |
-- |
০১ |
২ |
হাউজ প্যারেন্ট (গ্রেড-১০) |
০২ |
-- |
০২ |
৩ |
শিক্ষক (গ্রেড-১০) |
০৩ |
০৩ |
-- |
৪ |
ক্রাফট টিচার (গ্রেড-১০) |
০২ |
০২ |
-- |
৫ |
শরীরচর্চা শিক্ষক (গ্রেড-১০) |
০১ |
০১ |
-- |
৬ |
অফিস সহকারি কাম ক: মুদ্রঃ (গ্রেড-১৬) |
০১ |
-- |
০১ |
৭ |
সহকারি শিক্ষক (গ্রেড-১৬) |
০২ |
০১ |
০১ |
৮ |
ধর্মীয় শিক্ষক (গ্রেড-১৬) |
০১ |
০১ |
-- |
৯ |
নার্স (গ্রেড-১৬) |
০২ |
০১ | ০১ |
১০ |
মেইল হেলপার (গ্রেড-২০) |
০১ |
-- |
০১ |
১১ |
এ্যাটেন্ডেন্ট (গ্রেড-২০) |
০১ |
-- |
০১ |
১২ |
নৈশ প্রহরী (গ্রেড-২০) |
০১ |
-- |
০১ |
১৩ |
কুক (বাবুর্চি) (গ্রেড-২০) |
০২ |
০১ |
০১ |
১৪ |
ঝাড়ুদার (গ্রেড-২০) |
০১ |
০১ |
-- |
|
মোট
|
২১
|
১১
|
১০
|
সেবা গ্রহীতা
সেবা
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
আগ্রহী অভিভাবকদের নির্ধারিত ফরমে বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর আবেদন দাখিল করতে হয়। সংশ্লিষ্ট প্রধান শিক্ষক প্রাপ্ত আবেদনপত্রের তালিকা প্রস্তুত করে ভর্তি কমিটির সভার মাধ্যমে বাক শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী নির্বাচন করা হয়। এ সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভরণ-পোষণসহ দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয় ।
কার্যাবলি
নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্র
সেবা প্রদানের সময়সীমা
যার সাথে যোগাযোগ করতে হবে
প্রধান শিক্ষক, বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় , চাঁদপুর
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস