সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম জাতিগঠনমূলক দপ্তর হিসাবে দেশের দুঃস্থ, দরিদ্র, অবহেলিত, অনগ্রসর,সুযোগ-সুবিধাবঞ্চিত, সমস্যাগ্রস্ত পশ্চাৎপদ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সেবা প্রদান করছে। লক্ষ্য ভুক্ত এসকল জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণতকরে সমাজসেবা অধিদফতর দারিদ্র্য বিমোচন এবং সামাজিক নিরাপত্তা প্রদানের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ লক্ষ্যে সমাজসেবা অধিদফতরের আওতাধীন সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, চাঁদপুর কর্তৃক ২০১১ সাল হতে এ পর্যন্ত জেএসসি পরীক্ষায় ৪৬ জন উত্তীর্ণ হয়ে বিভিন্ন প্রশিক্ষণ (কম্পিউটার, সেলাই , আর্ট-পেইন্টিং , বাঁশ-বেত, উড ওয়ার্কিং এর প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন স্থানে কর্মরত আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস