Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

ভিশন ও মিশন

রূপকল্প (Vision):


• সামাজিক কল্যাণ, সুরক্ষা, ক্ষমতায়ন এবং উন্নয়নের মাধ্যমে  জনগণের জীবনমান উন্নয়ন।

 

অভিলক্ষ্য (Mission):


• উপযুক্ত ও আয়ত্বাধীন সম্পদের ব্যবহার করে প্রাসঙ্গিক অংশীদারগণের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সুসংহত ও বিকাশমান সামাজিক সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়ন এবং সামাজিক মঙ্গল সাধন।

 

কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives)

সমাজসেবা অধিদফতরের কৌশলগত উদ্দেশ্যসমূহঃ

১। সুবিধাবঞ্চিত অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা জোরদারকরণ

২। প্রতিবন্ধী ব্যক্তিদের সমন্বিত ও সম উন্নয়ন নিশ্চিতকরণ

৩। সামাজিক ন্যায় বিচার ও পুণঃএকীকরণ( Reintegration)

4। আর্থসামাজিক উন্নয়নে সামাজিক সাম্য (Equity) নিশ্চিতকরণ

৫। প্রাতিষ্ঠানিক সক্ষ্যমতা বৃদ্ধিকরণ

 

অবশ্যিক কৌশলগত উদ্দেশ্য সমূহ

১। কার্যপদ্ধতি, কর্মপরিবেশ ও সেবার মানোন্নয়ন

২। দক্ষতার সঙ্গে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করা

৩। আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন

৪। দক্শতা ও নৈতিকতার উন্নয়ন

৫। তথ্য অধিকার ও স্বপ্রণোদিত তথ্য প্রকাশ বাস্তবায়ন জোরদারকরণ

 

প্রধান কার্যাবলীঃ

১। সমাজকল্যাণ সংক্রান্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়ন

২। সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর সকল প্রকার দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়ন

৩। টেকসই উন্নয়নের জন্য শান্তিপূর্ণ ও সমন্বিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ প্রতিষ্ঠান সমূহকে নিবন্ধন ও সহায়তা প্রদান

৪। সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষার জন্য প্রতিপালন, শিক্ষণ, প্রশিক্ষণ ও পূর্নবাসন

৫। প্রতিবন্ধী ব্যক্তিদের সমন্বিত ও সমউন্নয়নের লক্ষ্যে শিক্ষণ, প্রশিক্ষণ ও পূর্নবাসন

৬। ভবঘুরে ,আইনের সংস্পর্শে আসা শিশু বা আইনের সাথে সংঘাতে জড়িত শিশু ও সামাজিক অপরাধ প্রবণ ব্যক্তিদের উন্নয়ন, আবেক্ষণ (প্রবেশন) এবং অন্যান্য আফটার কেয়ার সার্ভিস বাস্তবায়ন।