Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শ

প্রশিক্ষণ ও পরামর্শ

 

বাক শ্রবণ প্রতিবন্ধী শিশুদের  শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণঃ

১। কম্পিউটার শিক্ষা

২। চারু-কারু

৩। সেলাই ও দর্জি বিজ্ঞান

৪। গ্রাফিক্স ডিজাইন এন্ড মার্টিমিডিয়া

৫। হস্তশিল্প ইত্যাদি ট্রেডে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেয়া হয়

 

নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্র:

বিদ্যালয় পরিচালনায় কোন ব্যত্যয় পরিলক্ষিত হলে কর্তৃপক্ষকে অবহিত করা;

যাকাত, ফিতরা, দানসহ ইত্যাদি আর্থিক সহায়তা করা;

শিশুদের শিক্ষার গুণগতমান উন্নয়নে যে কোন সহযোগিতা;

শিশুর পুনর্বাসনে আর্থিক ভাবে, চাকুরী প্রদান মাধ্যমে বা তথ্য সরবরাহের মাধ্যমে সহযোগিতা করা;

শিশুদের প্রতি সহমর্মি আচরণ করা;

শিশুর পরিপূর্ণ বিকাশে যে কোন ধরণের সহযোগিতা।

 

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:

প্রধান শিক্ষক, সরকারি বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, বাবুরহাট, চাঁদপুর - ৩৬০০

ফোনঃ  084-65829

মেবাইল -০১৭৫১৯৯৫০৮৪