বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস বাক শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে সরকারি বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, বাবুরহাট, চাঁদপুর এ ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’ স্থাপন করা হবে। বিদ্যালয়ে অবস্থান করা কোমলমতি বাক শ্রবণ প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত ও স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়। সে আলোকে বিদ্যালয়ের একটি কক্ষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন করে বেশ কিছু বঙ্গবন্ধুর জীবনী লেখা বই, স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস জানাতে মহান মুক্তিযুদ্ধের উপর লেখা বইয়ের সমাবেশ ঘটানো হবে। কর্ণারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধকালীন ও যুদ্ধ পরবর্তী বিভিন্ন দূর্লভ আলোকচিত্রের সমাবেশ ঘটানো হবে যা পরবর্তীতে আরও সমৃদ্ধ করা হবে। এ কর্ণার স্থাপনের মাধ্যমে দৈনন্দিন কর্মকান্ডের অতিরিক্ত সময়ে কোমলমতি শিশু শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে সঠিক জ্ঞানদানের জন্য ক্লাসও নেয়া হবে। সময়ে সময়ে শিশুদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত ভিডিও ডকুমেন্টারী দেখানো হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস